এগিয়ে যাওয়ার উক্তি গুলোর মূল কথা হল পেছনে না তাকিয়ে জীবনকে সামনের দিকে এগিয়ে নেয়া। শুধু পেছন ফিরে তাকিয়ে থাকলে অথবা এক জায়গায় থেমে থাকলে জীবনেও পিছিয়ে পড়তে হয়। জীবন একটাই আর সফল জীবনের মানেই হল শুধু এগিয়ে যাওয়ার গল্প।

আপনার জীবনটাও যেন এগিয়ে যাওয়ার আর সাফল্যের গল্প হয়ে ওঠে – সেকারণেই আমরা আজ কিছু এগিয়ে যাওয়ার উক্তি অথবা এগিয়ে যাওয়ার বাণী নিয়ে এসেছি। যাতে আপনি অতীতের গ্লানি মুছে থেমে না থেকে জীবনে এগিয়ে যাওয়ার জন্য অনুপ্রেরণা পান।

“জীবন বাই সাইকেল চালানোর মত একটা ব্যাপার, পড়ে যেতে না চাইলে তোমাকে সামনে চলতে হবে”

– আইনস্টাইন

“আগের অধ্যায় বার বার পড়তে থাকলে পরের অধ্যায়ে এগিয়ে যাওয়ার কোনও সম্ভাবনাই নেই”

“ভালো কিছু থেকে ব্যর্থ হওয়া মানে জীবন ব্যর্থ নয়, হয়তোবা তুমি আরও ভালো কিছুর দিকে এগিয়ে যাওয়ার পথে আছ”

– সংগৃহীত

“যতক্ষণ না তুমি অতীতকে ভুলে যাচ্ছ, যতক্ষণ না তুমি ক্ষমা করতে পারছ, যতক্ষণ না তুমি মেনে নিচ্ছ অতীত চলে গেছে – ততক্ষণ তুমি নিজের এগিয়ে যাওয়ার ক্ষমতাকে কাজে লাগাচ্ছ না”

– স্টিভ ম্যারাবোলি (বিজ্ঞানী ও মোটিভেটর)

“আমরা শুধু সামনের দিকেই এগুতে পারি; আমরা নতুন দরজা খুলতে পারি, নতুন আবিষ্কার করতে পারি – কারণ আমরা কৌতুহলী। আর এই কৌতুহলই আমাদের সামনে এগিয়ে যাওয়ার সবচেয়ে বড় অনুপ্রেরণা”

– ওয়াল্ট ডিজনি

“গতকালকের দিনটা যেন তোমার আজকের দিনটার ক্ষতি করতে না পারে”

– সংগৃহীত

“এক জায়গায় দাঁড়িয়ে জীবন পার করে দেয়া মানে সৃষ্টিকর্তার দেয়া উপহারের প্রতি অবিচার করা”

– সংগৃহীত

“তুমি চাইলেও পেছনে যেতে পারবে না, তবে সামনে না এগিয়ে থেমে আছ কেন?”

– সংগৃহীত