* প্রেম গাছ থেকে পড়া অন্ধ তালের মতো, কার ঘাড়ে গিয়ে যে কখন পড়ে তা আগে ভাগে বুঝতে পারা যায় না-সঞ্জীব চট্টোপাধ্যায়।

* প্রেম একটি জলন্ত সিগারেট, যার শুরুতে আগুন এবং শেষ পরিণতি ছাই-বার্নাডস।

* আমি সেই নারীকে ভালোবাসি যার অতীত আছে, আর সেই পুরুষকে ভালোবাসি যার ভবিষ্যৎ আছে-অস্কার ওয়াইল্ড।

* প্রেমের ব্যাপারে যদি কেউ জয়ী হতে চায়, তাহলে সে ক্ষেত্রে জয়ী হওয়ার একমাত্র অস্ত্র হলো পলায়ন করা-নেপোলিয়ান।

* যে নারীকে তুমি ভালোবাস তার জন্য জীবন বিসর্জন দেওয়া যত সহজ, তার সঙ্গে ঘর করা তত সহজ নয়-বায়রন।

* যে পুরুষ একটি নারীকে বুঝতে পারে সে পৃথিবীর যে কোনো জিনিস বুঝতে পারার গৌরব করতে পারে- জে. বি. ইয়েটন।

* প্রেম বিয়ের সূর্যোদয় এবং বিয়ে প্রেমের সূর্যাস্ত-ফরাসি প্রবাদ।

 

কলমকথা/ বিথী