মোঃ সেলিম রেজা,কেশবপুর প্রতিনিধি: আজ ২৪ শে ডিসেম্বর রবিবার সকাল ৮ টা পর্যন্ত সূর্যের দেখা এখনো মিলি। ঘণ কুয়াশার চাদরে ঢেকে আছে কেশবপুর উপজেলা । চারিদিকে শুধু কুয়াশা আর কুয়াশা। ঘন কুয়াশার পরিপ্রেক্ষিতে জন দুর্ভোগ বেড়েই চলছে।

ঘন কুয়াশার চাদরে উপজেলায় কনকনে শীতে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। আগের দিনগুলো স্বাভাবিক থাকলেও শনিবার সকাল থেকে দেখা মেলেনি সূর্যের। অল্প কিছু গাড়ি চলছে হেড লাইট জ্বালিয়ে খুব সাবধানে ।
গতকাল সকাল ১০:৩০ পর সূর্যের দেখা মিললেও তেমন তেজ ছিল না । অন্যদিকে হিমশীতল বাতাসে বেড়েছে শীতের দাপট। এতে চরম বেকায়দায় পড়েছেন শ্রমজীবী মানুষেরা। কৃষি ক্ষেত্রে সমস্যা সৃষ্টি দেখা দিয়েছে। ঘন কুয়াশার জন্য আমের ফলন ভাল হয় না। কুয়াশায় ধানের বীজ তলায় চারা উৎপাদনে ব্যাহত হচ্ছে। কোথাও কোথাও ধানের বীজ তলা পলিথিন দিয়ে ঢেকে দেয়া হয়েছে । মেঘালা আকাশে ঘন কুয়াশার মধ্যে সরেজমিনে ঘুরে দেখা যায়, অল্প আয়ের মানুষরা গরম কাপড়ের জন্য ভিড় করছে কেশবপুরের আজাদ হকার্স মার্কেটে।

অন্যদিকে হাসপাতালগুলোতে বেড়েছে শীতজনিত রোগীর সংখ্যা। তাই চিকিৎসকদের পরামর্শ এ সময় শিশু ও বৃদ্ধদের সাবধানে রাখতে।