দেশে টানা কয়েক দিনের মৃদু দাবদাহের পর উঁকি দিচ্ছে বৃষ্টি সম্ভাবনা। গতকাল শুক্রবার (২৫ মার্চ) সন্ধ্যার আবহাওয়ার পূর্বাভাস জানিয়েছে, শনিবার (২৬ মার্চ) ও আগামীকাল রোববার (২৭ মার্চ) দেশের কোনো কোনো স্থানে বৃষ্টিপাত হতে পারে।
আবার কোথাও কোথাও বৃষ্টিপাত না হলেও আকাশ মেঘলা থাকবে। আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়, সিলেট বিভাগের কিছু কিছু স্থানে এবং ঢাকা, ময়মনসিংহ, চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি, বজ বৃষ্টি হতে পারে।
এছাড়া দেশের অন্য স্থানে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে। আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক গণমাধ্যমকে বলেন, ‘এই সময় টানা বৃষ্টি হওয়ার তেমন সম্ভাবনা নেই। তবে বৃষ্টি হলে নির্দিষ্ট কিছু এলাকায় হবে।’
এছাড়া আজ সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে। গতকাল দেশের সর্ব্বোচ তাপমাত্রা ছিল রাজশাহীতে ৩৭.২ ডিগ্রি সেলসিয়াস। আর সর্বনিম্ন তাপমাত্রা ছিল তেঁতুলিয়ায় ১৯.৩ ডিগ্রি সেলসিয়াস।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।