এপ্রিলের আগে বঙ্গোপসাগরে সাধারণত ঘূর্ণিঝড় তৈরি হয় না। কিন্তু এবার মার্চেই ঘূর্ণিঝড়ের সতর্কবার্তা জারি করেছে আবহাওয়া অফিস। বঙ্গোপসাগরের দক্ষিণ-পূর্বে সৃষ্ট নিম্নচাপ দক্ষিণ আন্দামান সাগরের দিকে এগোচ্ছে।

এদিকে (১৯ মার্চ) ভারতের আবহাওয়া দফতরের পূর্বাভাসে বলা হয়েছে, নিম্নচাপটি পূর্ব-উত্তরপূর্বে যাত্রা অব্যাহত রাখবে এবং ১৯ মার্চ দক্ষিণ আন্দামান সাগরে পৌঁছবে। ২০ মার্চ সকালের মধ্যে তা সুস্পষ্ট নিম্নচাপ হয়ে উঠবে। ২১ মার্চ সোমবার তা ঘূর্ণিঝড়ের আকার নেবে।

এই ঘূর্ণিঝড়ের নাম রাখা হয়েছে ‘অশনি’। সোমবার ‘অশনি’ আন্দামান-নিকোবর দ্বীপপুঞ্জের ওপর দিয়ে বয়ে যাবে বাংলাদেশ ও উত্তর মিয়ানমারের দিকে। মঙ্গলবার নাগাদ এটি ভূখণ্ডে প্রবেশ করবে। আবহাওয়া অফিস বলছে, সাগরের পানির তাপমাত্রাও বেড়ে গেছে।

ফলে নিম্নচাপ সৃষ্টি হয়েছে। এটি ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার আশঙ্কা রয়েছে। আবহাওয়াবিদরা জানিয়েছেন, বসন্তের আবহ মিলিয়ে গিয়ে এখন পুরোমাত্রায় গরম পড়বে। বাতাসে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প প্রবেশ করায় অস্বস্তি বাড়বে।