মৌসুমের শেষ সময়ে এসে দেশের উত্তরাঞ্চলজুড়ে বিরাজ করছে শৈত্যপ্রবাহ। তবে আবহাওয়া অফিস জানিয়েছে, ধীরে ধীরে তা কেটে যাওয়ার পর হালকা বৃষ্টির আভাস রয়েছে। আরও জানা যায়, গত শুক্র ও শনিবারের বৃষ্টির পর রোববার থেকে সারাদেশে তাপমাত্রা কমেছে। শৈত্যপ্রবাহ অব্যাহত রয়েছে রংপুর বিভাগ ও দেশের পাঁচটি জেলায়।
দেশের অন্য এলাকাতেও বেড়েছে শীতের তীব্রতা। পূর্বাভাস বলছে, মঙ্গলবার থেকে দেশের বিভিন্ন স্থানে তাপমাত্রা কিছুটা বাড়তে পারে। মৌসুমের শেষ প্রান্তে এসে আবারও হতে পারে বৃষ্টি। রাজশাহী, পাবনা জেলা ও রংপুর বিভাগের ওপর দিয়ে বয়ে যাওয়া মৃদু শৈত্যপ্রবাহ কমতে পারে। আবহাওয়াবিদ শাহীনুল বলেন, ‘বৃহস্পতিবারের পরে তাপমাত্রা কয়েকদিন বাড়তি থাকবে।
মাঘ শেষ হলেও এ বৃষ্টির পর আবার শৈত্যপ্রবাহের সম্ভাবনা রয়েছে’। শৈত্যপ্রবাহ কেটে গেলে ১০ ফেব্রুয়ারির দিকে কিছু কিছু এলাকায় বৃষ্টিও হতে পারে বলে আভাস দেন তিনি।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।