সারাদেশে আজ থেকে শৈত্যপ্রবাহ শুরু সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। এছাড়া দুই-এক স্থানে গুঁড়ি গুঁড়ি বৃষ্টির পাশাপাশি রাতের তাপমাত্রা কমতে পারে বলেও জানায় তারা। আবহওয়া অফিস জানায়,

গতকাল শনিবার (৫ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৬টা থেকে আগামী ২৪ ঘণ্টা চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু-এক জায়গায় হালকা অথবা গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হতে পারে। তবে দেশের অন্যত্র আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

এছাড়া রংপুর ও রাজশাহী বিভাগে আজ থেকেই মৃদু শৈত্যপ্রবাহ শুরু হতে পারে। পূর্বাভাসে আরও জানা যায়, সারাদেশে রাতের তাপমাত্রা ২ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।