সারাদেশে বিভিন্ন জেলা দিয়ে বয়ে চলা শৈত্যপ্রবাহ কমার  সম্ভাবনা রয়েছে। তবে এরপর বুধবার (৯ ফেব্রুয়ারি) থেকে আগামী শুক্রবার পর্যন্ত ৩ দিন বৃষ্টিপাত হতে পারে বলে আবহাওয়া অধিদফতর থেকে এ তথ্য জানানো হয়েছে।

আবহাওয়া অধিদফতর থেকে বলা হয়েছে, রাজশাহী, পাবনা, দিনাজপুর, নীলফামারী, কুড়িগ্রাম, মৌলভীবাজার জেলাসমূহ ওপর দিয়ে যে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে চলছে তা আরও কমতে হতে পারে। আরও বলা হয়েছে, সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকার সম্ভাবনা রয়েছে।

মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের উত্তর-পশ্চিমাঞ্চল ও নদী অববাহিকায় মাঝারি থেকে ঘন কুয়াশা এবং দেশের অন্যত্র হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। এছাড়া, উপ-মহাদেশীয় উচ্চচাপ বলয়ের বাড়তি অংশ পশ্চিমবঙ্গ এবং কাছাকাছি এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।

 

কলমকথা/সাথী