তীব্র তাপদাহের পর স্বস্তির বৃষ্টি শুরু হয়েছে। আগস্টের শেষ দিকে দেশের বিভিন্ন স্থানে শুরু হওয়া বৃষ্টি সেপ্টেম্বরেও চলছে। দেশজুড়ে বৃষ্টির এই ধারা আগামীকাল সোমবার পর্যন্ত চলবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
আরোও পড়ুন: অফিসার পদে চাকরি দেবে ব্র্যাক ব্যাংক
গার্মেন্টস শ্রমিকের জীবনের কথা
আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. ওমর ফারুক রোববার সকালে জানান, আজ ও কাল দেশজুড়ে বৃষ্টি হতে পারে। আজ-কালের পর মধ্যে এক-দুদিন বিরতি দিয়ে আবার বৃষ্টি শুরু হবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
আবহাওয়াবিদ ওমর ফারুক বলেন, একটা ভয়াবহ গরমের অনুভূতি অনেক দিন ধরে বিরাজ করছিল। দেশজুড়ে বৃষ্টির কারণে এখন তা সহনীয় পর্যায়ে নেমে এসেছে। চলতি মাসের মাঝামাঝি পর্যন্ত তাপমাত্রা মোটামুটি সহনীয় থাকবে।
রোববার সকাল ৭টায় ঢাকা ও এর পার্শ্ববর্তী এলাকার ছয় ঘণ্টার পূর্বাভাসে বলা হয়, এ সময় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। আবহাওয়া অধিদপ্তর জানায়, শনিবার দিবাগত রাত ১২টা থেকে আজ সকাল ৬টা পর্যন্ত রাজধানীতে ১৩ মিলিমিটার বৃষ্টি হয়েছে। গত ২৪ ঘণ্টায় বৃষ্টি হয়েছে ২৪ মিলিমিটার।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।