গত কয়েকদিন ধরেই দেশের বিভিন্ন জায়গায় বৃষ্টি হচ্ছে। আগামী ৪৮ ঘণ্টা (২ দিন) এই বৃষ্টি অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অফিসে।
বুধবার (১৫ জুন) সন্ধ্যায় আবহাওয়ায় অফিসের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, লঘুচাপের বর্ধিতাংশ বিহার থেকে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ পর্যন্ত বিস্তৃত রয়েছে।
মৌসুমী বায়ু বাংলাদেশের উত্তরাঞ্চলের উপর সক্রিয় এবং দেশের অন্যত্র মোটামুটি সক্রিয়। মৌসুমী বায়ু উত্তর বঙ্গোপসাগরে মাঝারী অবস্থায় রয়েছে।
এ অবস্থায় সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায়; রাজশাহী, ঢাকা ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় এবং খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারী ধরণের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেইসাথে রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারী ধরণের ভারী থেকে অতি ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে।
বৃহস্পতিবার ১৬ জুন যশোর আবহাওয়া
সকালে বায়ু তাপমাত্রা উষ্ণ বায়ু গতি এবং আর্দ্রতা খুব আর্দ্র, বেশ অস্বস্তিকর করতে পারেন কোন বৃষ্টিপাতের, দক্ষিণ-পশ্চিম থেকে২৫-২৯ কিলোমিটার প্রতি ঘন্টা গতিতে দক্ষিণ-পশ্চিম মৃদু বাতাস বাতাস বয়ে যাচ্ছে,
বিকালে বায়ু তাপমাত্রা উষ্ণ বায়ু গতি এবং আর্দ্রতা অনুপাত: খুব আর্দ্র, বেশ অস্বস্তিকর কিছু জায়গায় একটু বৃষ্টি হবে, এটি একটি ছাতা নিতে বাঞ্ছনীয়, দক্ষিণ থেকে ২৫-২৯ কিলোমিটার প্রতি ঘন্টা গতিতে দক্ষিণ মৃদু বাতাস বাতাস বয়ে যাচ্ছে।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।