আজ মঙ্গলবার (৭ জুন) দেশের তিন বিভাগের অনেক জায়গায় এবং দুই বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

একই সঙ্গে আরো তিন বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হতে পারে হালকা বৃষ্টি। সেই সঙ্গে দেশের উত্তরাঞ্চলের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি বর্ষণ হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর। দেশের দক্ষিণাঞ্চলের তাপমাত্রা সামান্য বাড়তে পারে এবং দেশের অন্যত্র প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

তবে সারা দেশে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে। সোমবার (৬ জুন) সন্ধ্যায় আগামী ২৪ ঘণ্টার পূর্বাভাসে এসব তথ্য জানিয়েছে আবহাওয়া অধিদফতর। আবহাওয়াবিদ মো. শাহীনুল ইসলাম বলেন, রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায়; ঢাকা, চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী, খুলনা এবং বরিশাল বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

যশোর আবহাওয়ার সকালে বায়ু তাপমাত্রা উষ্ণ বায়ু গতি এবং আর্দ্রতা অনুপাত: অত্যন্ত অস্বস্তিকর, মোটামুটি অত্যাচারী; বৃষ্টিপাত আশা করা হয় না, দক্ষিণ থেকে কিলোমিটার প্রতি ঘন্টা গতিতে দক্ষিণ মাঝারি বাতাস বাতাস বয়ে যাচ্ছে, আকাশে, কখনও কখনও ছোট মেঘ আছে।

২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, ঢাকায় বাতাসের গতি থাকবে দক্ষিণ/দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০-১৫ কিলোমিটার। আজ দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল যশোরে ৩৬ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন ছিল শ্রীমঙ্গলে ২২ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। আর সর্বোচ্চ বৃষ্টিপাত ছিল কুড়িগ্রামের রাজারহাট উপজেলায় ৯৮ মিলিমিটার।