দিনাজপুরের হিলিতে কমেছে তাপমাত্রা, সেই সঙ্গে বেড়েছে শীতের তীব্রতা। বৃহস্পতিবার সকাল ৬টায় দিনাজপুরের হিলিতে ১০ ডিগ্রি তাপমাত্রা এবং ৯৩ শতাংশ বাতাসের আর্দ্রতা নির্ধারণ করা হয়েছে বলে জানান দিনাজপুর আবহাওয়া অফিসের কর্মকর্তা আসাদুজ্জামান।

এদিকে শীতের কারণে শীতজনিত নানা রোগে আক্রান্ত হচ্ছেন শিশু ও বৃদ্ধরা। হাসপাতালগুলোতে প্রতিদিনই বৃদ্ধি পাচ্ছে রোগীর সংখ্যা। গরম কাপড়ের অভাবে বিপাকে পড়েছেন অসহায় নিম্নআয়ের মানুষগুলো। প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হচ্ছেন না কেউ।

রিকশাচালক রফিক মণ্ডল বলেন, কিছু দিন থেকে শীতের প্রকোপ বেড়ে যাওয়াতে রিকশা নিয়ে সকালবেলা কাজে যেতে পারছি না। যদিও কোনো দিন কাজে যাচ্ছি, ইনকাম হচ্ছে না। কারণ মানুষ বাইরে বের হচ্ছে না শীতের কারণে। সংসারে তিনজন সদস্য রয়েছে। আমাকে রিকশা চালিয়ে তাদের চালাতে হয়। খুব বিপাকে পড়েছি।

আব্দুল কাহের নামে এক কৃষক বলেন, গত চার দিন ধরে ঘন কুয়াশা তেমন নেই। তবে হিমেল বাতাসের কারণে শীত বেশি। সেই সঙ্গে সূর্যেরও দেখা মিলছে না। বোরো ধানের বীজতলা নিয়ে খুব চিন্তার মধ্যে রয়েছি।