আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষ্যে গত ১৩ই মার্চ রাজধানীর ধানমন্ডির পানসি রেস্টুরেন্টে আনুষ্ঠানিকভাবে হয়ে গেল ‘ ই-ক্লাব ওমেনস মিট’। এ বছরের নারী দিবসের মূল প্রতিপাদ্য, “ডিজিটাল প্রযুক্তি ও উদ্ভাবন, জেন্ডার বৈষম্য করবে নিরসন”।
তাই উক্ত অনুষ্ঠানে সম্মানিত অতিথিগণ নারী দিবসের তাৎপর্য ও প্রতিপাদ্য বিষয় তুলে ধরেন এবং উন্নত বাংলাদেশ গড়ার পথে নারীদের ভূমিকার বিষয়ে আলোকপাত করে।
সেখানে নারী দিবসের আনন্দ উদযাপনের জন্য ছিলো কেক কাটা ও মজাদার বিভিন্ন খাবার। ই-ক্লাবের নারী সদস্যদের সক্রিয় অংশগ্রহন ও আনন্দ উদযাপনে এই আয়োজন সার্থকভাবে সমাপ্ত হয়।
এই অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ই ক্লাবের ফাউন্ডার প্রেসিডেন্ট জনাব শাহরিয়ার খান। এ অনুষ্ঠানে কনভেনার হিসেবে শুভেচ্ছা বক্তব্য দেন লাকী আমান।
এই আয়োজনে স্পন্সর হিসেবে পাশে ছিলো লাকিস কালেকশান, নাশওয়ান ফ্যাশন, এ আর বি গ্লোবাল ট্রাভেল এন্ড ট্যুরস এবং লামিয়া প্রিন্টিং।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।