ডাঃ আজাদ খান, জামালপুর স্টাফ রিপোর্টারঃ

অদ‍্য শনিবার (১৬ অক্টোবর) বেলা ০২:০০ ঘটিকার সময় ‘সমাজ উন্নয়ন ও প্রশিক্ষণ কেন্দ্র’ জামালপুর এর মিটিং হলে- “করোনায় বাল‌্যবিয়ের আশংকাজনক হার বৃদ্ধি- প্রয়োজন কঠোর সামাজিক ও রাজনৈতিক পদক্ষেপ”, এই প্রতিপাদ‌্যকে সামনে রেখে আন্তর্জাতীক গ্রামীণ নারী দিবস ২০২১ইং উদযাপন উপলক্ষে নারী সমাবেশ অণুষ্ঠিত হয়।

উক্ত নারী সমাবেশে পাঁচ জন গ্রামীণ নারীকে সম্মাননা প্রদান করা হয়, তারা হলেন-
১। বিবি হাওয়া
গ্রামঃ দাপুনিয়া. জামালপুর,
তিনি গ্রামীণ নারীদের নিয়ে কাজ করে পূর্বেও জাতীয়ভাবে সম্মানীত হয়েছেন।
২। মোছাঃ হেনা বেগম,
কুমারিয়া, বানারের পাড়, জামালপুর।
৩। নাছিমা আক্তার,
দরিহামিদপুর, জামালপুর।
৪। মাহমুদা আক্তার মলি,
কাজির আখ, জামালপুর।
৫।সুজাদা খাতুন,
বাঘাডোবা, মেলান্দহ, জামালপুর।

সভায় সভাপতিত্ব করেন আন্তর্জাতিক নারী দিবস উদযাপন, জামালপুর জেলা কমিটির সমন্বয়ক মোহাম্মদ এনামুল হক, প্রধান নির্বাহী, সমাজ উন্নয়ণ ও প্রশিক্ষণ কেন্দ্র (এসপিকে)।

অন‍্যান‍্যদের মধ‍্যে সভায় আরো যারা উপস্থিত ছিলেন, তারা হলেন-
মোহাম্মদ রফিকুল ইসলাম সরকার, নির্বাহী পরিচালক, এসডিও।
মোস্তাকিমা, সভানেত্রী, রশিদপুর বটতলা সিবিও, রশিদপুর, জামালপুর।
মোঃ আনিছুর রহমান, নির্বাহী পরিচালক, অগ্রদূত সমাজ উন্নয়ন সংস্থা, জামালপুর।
জান্নাতুল মাওয়া, সভাপতি, আলোকিত সমাজ মহিলা উন্নয়ন সংস্থা, দড়িহামিদপুর, জামালপুর।
কম্বাইন্ড হিউম্যান রাইটস ওয়ার্ল্ড- সিএইচআরডব্লিউ, জামালপুর জেলা শাখার সাংগঠনিক সম্পাদক এবং দৈনিক কলম কথা র ষ্টাফ রিপোর্টার ডাঃ মোঃ শফিকুল ইসলাম আজাদ খান,
এবং নির্বাহী পরিচালক, এসডিও, জামালপুর।
এছাড়াও গ্রামীন নারীদের অংশগ্রহনে নারী সমাবেশ টিঅনুষ্ঠিত হয়।