মোঃ আল হেলাল চৌধুরী, ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি; দিনাজপুরের ফুলবাড়ীতে স্বাভাবিক প্রসব উৎসাহিত করতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্বাভাবিক প্রসবকারী দু‘জন মায়ের হাতে শিশুর বেড ও মশারী উপহার হিসেবে প্রদান করা হয়েছে।
গতকাল (১৩ জুন) রবিবার দুপুর সাড়ে ১২টায় ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্বাভাবিক প্রসব উৎসাহিত করনে নবজাতকদের উপহার সামগ্রী প্রদানের শুভ উদ্বোধন অনুষ্ঠানে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ মাশিউর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো. রিয়াজ উদ্দিন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ আখতারুজ্জামান।

ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ মশিউর রহমান বলেন, এখন থেকে যে প্রসূতি মা এই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্বাভাবিক প্রসব করবেন তাদেরকে এই ধরণের উপহার সামগ্রী প্রদান করা হবে।

আমাদের মিডওয়াইফ হিসাবে ৬ জন দক্ষ সেবিকা রয়েছে, হাসপাতালে স্বাভাবিক প্রসবে আসা প্রসূতি মা যেকোন জঠিলতায় পড়লে তাদের উন্নত চিকিৎসার জন্য আমরা ফ্রি এ্যামবুলেন্স সেবা দিব।