লালমনিরহাটে “ন্যাশনাল প্রোডাকটিভিটি অর্গানাইজেশন (এনপিও) এর জনবলের সক্ষমতা বৃদ্ধি এবং দেশব্যাপী উৎপাদনশীলতা বিষয় অবহিতকরণ” প্রকল্পের আওতায় “উন্নত বাংলাদেশ বিনির্মাণে উৎপাদনশীলতার গুরুত্ব” শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১১ মে) সকাল ১১টায় লালমনিরহাটের আরডিআরএস বাংলাদেশে ন্যাশনাল প্রোডাকটিভিটি অর্গানাইজেশন (এনপিও), শিল্প মন্ত্রণালয় ও জাতীয় ক্ষুদ্র ও কুটির শিল্প সমিতি (নাসিব), বাংলাদেশের আয়োজনে এ সেমিনার অনুষ্ঠিত হয়।
লালমনিরহাট জেলা প্রশাসক মোঃ আবু জাফর-এঁর সভাপতিত্বে এনপিও, শিল্প মন্ত্রণালয়ের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) মুহম্মদ মেসবাহুল আলম। এতে বিশেষ অতিথি ছিলেন শিল্প মন্ত্রণালয়, এসএমই ফাউন্ডেশন, নাসিব ও পরিচালক, সভাপতি, সিআইপি মির্জা নুরুল গণী শোভন, জাতীয় শ্রেষ্ঠ বিদ্যোৎসাহী সমাজকর্মী ফেরদৌসী বেগম বিউটি। আলোচক ছিলেন বিসিক জেলা কার্যালয় লালমনিরহাটের উপ-ব্যবস্থাপক এহেছানুল হক, বিসিক শিল্প নগরী কারখানা মালিক সমিতির সভাপতি আব্দুস সালাম বকুল। মূল প্রবন্ধ উপস্থাপন করেন প্রকল্প এনপিও, শিল্প মন্ত্রণালয়ের প্রকল্প পরিচালক ও উর্ধ্বতন গবেষণা কর্মকর্তা মুহাম্মদ আরিফুজ্জামান। এ সময় বিভিন্ন শ্রেণী পেশার ব্যক্তিবর্গ সেমিনারে অংশগ্রহণ করেন।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।