ইসলামী ছাত্রসেনার সাবেক ছাত্রনেতা, আহলে সুন্নাত ওয়াল জামাআ’ত মতাদর্শ ভিত্তিক আন্তর্জাতিক সেবামূলক সংগঠন আঞ্জুমানে খুদ্দামুল মুসলেমিন বাংলাদেশ ওমান কেন্দ্রীয় পরিষদের সহ-সভাপতি ও সালতানাত অব ওমান সুন্নী সংগঠনের সর্বজনপ্রিয় কর্মী বান্ধব নেতা ও বিশিষ্ট সংগঠক এইচ.এম.মুরশেদ আলম খুবি অসুস্থ। ২১ ডিসেম্বর ২০২২ইং চট্টগ্রামের শেভরন আই হসপিটাল এন্ড রিসার্চ সেন্টার পাচলাইশ- এ চোখের অপারেশন হবে। এই বিষয়টি নিশ্চিত করেছেন, বাংলাদেশ ওমান কেন্দ্রীয় পরিষদের সাংগঠনিক সম্পাদক সিফাত আলমদার পাশা। তিনি বলেন, এইচ এম মুরশেদ আমাদের সংগঠের নিবেদিত প্রাণ আমি তাহার রোগমুক্তি কামনায় নিজেই কোরআন খতম দিয়েছি। আমি মহান রাব্বুল আলামীনের দরবারে তাহার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করি। এইচ.এম. মুরশেদ আলমের জন্য তাহার পরিবার ও বন্ধুবান্ধবসহ সকলের কাছে দোয়া কামনা করছেন। রব্বে কারীমের কাছে কায়মনো প্রার্থনা হযরত মুহাম্মদ মোস্তফা (সঃ) উসিলায় এইচ.এম. মুরশেদ আলম কে শেফা দান করুক।