লালমনিরহাটের কালীগঞ্জ এখন মাদক আর জুয়ার থানায় পরিনত হয়েছে। হঠাৎ বেড়েছে গেছে চুরি-ছিনতাই। আইন-শৃঙ্খলা বাহিনীর তৎপরতা না থাকায় চুরি-ছিনতাই বেড়েছে বলে অভিযোগ করেছেন ব্যবসায়ীসহ সাধারণ মানুষরা। এতে আতংঙ্ক বিরাজ করছে ব্যবসায়ীসহ সাধারণ মানুষের মাঝে। প্রতিনিয়ত সোস্যাল মিডিয়ায় জুয়া ও মাদক নিয়ে ব্যাপক হারে সংবাদকর্মীদের লেখালেখিতেও কমেনি জুয়া আর মাদক। উপজেলার কাকিনা ইউনিয়নে মহিষামুড়ি, চলবলা ইউনিয়নের তেঁতুলিয়া কয়ারদোলায়, মদাতি ও তুষভান্ডার ইউনিয়নে চলে আসছে এ সকল জুয়া খেলা। এ সকল জুয়া খেলায় সর্বস্বান্ত হয়ে পড়েছে সাধারণ মানুষ। ক্রমাগত বেড়ে চলেছে চুরি ও ছিনতাই এর মতো ঘটনা। উল্লেখ্য যে গত ২০শে এপ্রিল/২০২২ উপজেলার চাপারহাটে আইয়ুব আলী (৪০) নামের একজন বিকাশ ব্যবসায়ীকে বাড়ি ফেরার পথে ছুরিকাঘাত করে টাকা ছিনতাই করে চলে যায় দুর্বৃত্তরা। ১৭ই জুলাই /২০২২ উপজেলার দলগ্রাম বাজারে কারিমুল ইসলাম লাভলুর মায়ের দোয়া টেলিকমে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটে। গত ১৫ ই ডিসেম্বর রাতে কালীগঞ্জ প্রতিবন্ধী বিদ্যালয় হতে ১৩০ ওয়াট সোলার প্যানেলের ব্যাটারী চুরির ঘটনা ঘটে। গত ২৫ শে জানুয়ারী/২০২৩ রাতে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অফিসের জানালার রড ভেঙ্গে চুরি ও ফাইল তসনছের ঘটনা ঘটে।
১৪ ই ফেব্রুয়ারী/২০২৩ উপজেলা তুষভান্ডার বাজারের পাশে মশিউর রহমান বিপ্লব নামের একজন ব্যবসায়ীকে আহত করে টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটে। এ ঘটনায় ব্যবসায়ীরা দোকানপাট বন্ধ রেখে লালমনিরহাট -বুড়িমারী মহাসড়কে মানববন্ধন পালন করে। গত ২৪ শে ফেব্রুয়ারি /২০২৩ উপজেলার তুষভান্ডার বাজারের আর ডিআর এস এলাকায় দিনে দুপুরে সাদেকুল ইসলাম শাহিন (৩৩) নামের এক আলোকসজ্জা ব্যবসায়ীর পথরোধ করে ২ লক্ষ টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটে। গত ১৯ শে মার্চ উপজেলার তুষভান্ডার বাজারের পান ব্যবসায়ী বুলু নামে এক ব্যক্তির দোকান চুরি হয়। এতে প্রায় তার ৫০ হাজার টাকার মালমাল চোরচক্র নিয়ে চলে যায়। গত ২০ শে মার্চ /২০২৩ উপজেলার তুষভান্ডার পোপার এলাকার বাসিন্দা সবুজের বাড়ি চুরির ঘটনা ঘটে, গত ২৯ শে মার্চ উপজেলার তুষভাম্ডার বাজারের মহানাম জুয়েলার্সে গভীর রাতে বিল্ডিং এর দেয়াল কেটে স্বর্নালংকার সহ প্রায় তিনলক্ষ টাকার মালামাল চুরি হয় বলে জানান দোকান মালিক বিপুল চন্দ্র বর্মন। ২/৩ দিন আগে উপজেলার ভুল্ল্যারহাট এলাকায় বাড়ি উঠান হতে একটি মোটর সাইকেল চুরির ঘটনাও ঘটে।

এছাড়াও গ্রামে গঞ্জে গরু-ছাগল চুরি, ইজিবাইক, রিক্সা, মোটর সাইকেল, দোকান সহ ছোটখাটো চুরির ঘটনা প্রতিনিয়ত ঘটেই চলেছে।

স্থানীয়দের অভিযোগ এ থানায় প্রতিরাতে কয়েকটি স্পটে জুয়া খেলা চলমান থাকার কারনে এসব চুরির ঘটনা অতীতের চেয়ে ইদানিং অনেক বৃদ্ধি পেয়েছে। আর এসব জুয়া হতে কালীগঞ্জ থানা পুলিশ বকরা আদায় করে থাকেন অভিযোগ উঠেছে। গত দু/তিনদিন ধরে বিভিন্ন মেলার নামে পবিত্র রমজান মাসে দিনে দুপুরে প্রকাশ্যে জুয়ারীদের জুয়া খেলার ভিডিও চিত্র সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে পড়লে অবস্থা সামলাতে না পেরে অবশেষে টনক নড়ে কালীগঞ্জ থানা পুলিশের। এরই পরিপ্রেক্ষিতে

গত শুক্রবার (৩১ মার্চ ) উপজেলার দলগ্রাম ইউনিয়নের কালভৈরব বাজারের পাশ্ববর্তী একটি বাঁশঝাড় এলাকায় জুয়া খেলা চলছে এমন তথ্য সোস্যাল মিডিয়ায় প্রকাশিত হলে কালীগঞ্জ থানার এসআই নুরুজ্জামানসহ সঙ্গীয় ফোর্স অভিযান চালিয়ে তাদের ৪ জনকে আটক করেন। আটককৃত ৪ জুয়াড়িকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক উপজেলা নির্বাহী কর্মকর্তা জহির ইমাম।

পুলিশ সুত্রে আটককৃত জুয়ারীরা হলেন উপজেলার হররাম এলাকার ওয়াহেদ আলীর ছেলে শাহ আলী (৪৫) কে ৭ দিন, একই এলাকার নুর মোহাম্মদের ছেলে জমশের আলী কে ৭ দিন, কাঞ্চনশ্বর এলাকার দোলন চন্দ্রের ছেলে গনেশ চন্দ্র (৩০) কে ৫ দিন এবং দক্ষিণ ঘনেশ্যম এলাকার সিরাজুল ইসলামের ছেলে রাসেল মিয়া (৩২) কে ৫ দিন করে সাজা প্রদান করেন ভ্রাম্যমাণ আদালত।

ভ্রাম্যমান আদালতের বিচারক উপজেলা নির্বাহী কর্মকর্তা জহির ইমাম এ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, প্রকাশ্যে জুয়া খেলার অপরাধে তাদের ভ্রাম্যমান আদালতে এই সাজা প্রদান করা হয়েছে।

এ বিষয় কালীগঞ্জ থানার পুলিশ পরিদর্শক হাবিবুর রহমান বলেন, আমরা কাজ করছি জুয়া নিয়ন্ত্রনে কাজ করছি। তবে জুয়ার সাথে চুরি ছিনতাইয়ের কোন সম্পর্ক আছে কিনা আমার জানা নেই। সাম্প্রতিক সময়ে যত চুরি ও ছিনতাইয়ের ঘটনা ঘটেছে সব ঘটনা আমরা অবগত আছি। আমরা চেষ্টা করে যাচ্ছি এসবের পিছনে কি কারন রয়েছে, কিভাবে এসব রোধ করা সম্ভব নিয়ে কালীগঞ্জ থানা পুলিশ সর্বাত্বক চেস্টা চালিয়ে যাচ্ছে।

স্থানীয় জনপ্রতিনিধিদের মতে আইনশৃঙ্খলা বাহিনীর সঠিক তদারকি না থাকায় শুধু জুয়া নয়, এ উপজেলায় এখন হাত বাড়ালেই যত্রতত্র মিলছে মাদক। তবে ৩নং তুষভান্ডার ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নুর ইসলাম আহমেদ বলেন, চুরি ছিনতাই ঘটনার পিছনে জুয়া ও মাদক সেবীদের দায়ী করেন। এবং আইনশৃঙ্খলা বাহিনীকে আরো কঠোর হওয়ার আহবান জানানো তিনি।