জাতীয় ছাত্র সমাজ কুলাঘাট ইউনিয়ন শাখার দ্বি বার্ষিক সম্মেলন ২০২২ অনুষ্ঠিত হয়েছে।
রোববার ( ২৫ ডিসেম্বর ) রাতে কুলাঘাট উচ্চ বিদ্যালয়ে লালমনিরহাট সদর উপজেলা জাতীয় ছাত্র সমাজের সদস্য সচিব মোঃ রশিদুল ইসলাম এর সঞ্চালনায়, সদর উপজেলা জাতীয় ছাত্র সমাজের আহ্বায়ক মোঃ কামরুজ্জামান সরকারের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা জাতীয় পার্টির সদস্য সচিব মোঃ জাহিদ হাসান।
বিশেষ অতিথি ছিলেন, সদর উপজেলা জাতীয় পার্টির সভাপতি মোঃ এ্যাডঃ নজরুল ইসলাম, সদর উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক মোঃ মাহাতাব আলী, পৌর জাতীয় পার্টির সভাপতি মোঃ আলমগীর চৌধুরী, পৌর জাতীয় পার্টির সাধারণ সম্পাদক মোঃ রবিউল আউয়াল, কুলাঘাট ইউনিয়ন জাতীয় পার্টির সাধারণ সম্পাদক মোঃ হামিদুর রহমান, কুলাঘাট ইউপি সদস্য মোঃ জোবায়দুল ইসলাম জোবেদ, জেলা জাতীয় ছাত্র সমাজের আহ্বায়ক মোঃ জাকিরুল ইসলাম, জেলা জাতীয় ছাত্র সমাজের সদস্য সচিব মোঃ আনিছুর রহমান আকাশ সহ আরও অনেকেই উপস্থিত ছিলেন।
উল্লেখ্য যে, কুলাঘাট ইউনিয়নে ছাত্র সমাজের নব নির্বাচিত সভাপতি মোঃ রাজু আহমেদ সাধারণ সম্পাদক মোঃ রিয়ন ইসলাম কে ঘোষণা করা হয়।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।