৩ কেজি গাঁজা ও একটি মোটরসাইকেল উদ্ধার সহ ২ জন মাদক কারবারিকে গ্রেফতার করেছে কুড়িগ্রাম জেলা পুলিশ।
রোববার(২৫ ডিসেম্বর) চিলমারী থানাধীন রমনা ইউনিয়ন অন্তর্গত খর খরিয়া জামের তল এলাকা থেকে ০৩ কেজি গাঁজা ও মাদক পরিবহনে ব্যবহৃত ০১ টি মোটরসাইকেল সহ ০২ জন মাদক কারবারি নাগেশ্বরীর বগুলাটকুটি এলাকার মোঃ মমিনুল ইসলাম ওরফে মমিনুল(২১) ও ফুলবাড়ীর অনন্তপুর এলাকার মোঃ হামিদুল ইসলাম (২২) দ্বয়কে হাতেনাতে গ্রেফতার করে চিলমারী থানার একটি চৌকস টিম।
কুড়িগ্রাম জেলা অতিরিক্ত পুলিশ সুপার জনাব মোঃ রুহুল আমীন বলেন, কুড়িগ্রাম জেলায় মাদক নির্মূলে আমাদের এই অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে, আমরা সকলের সম্মিলিত সহযোগিতা প্রত্যাশা করি।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।