পুলিশের অভিযানে গত ২৪ ঘন্টায় বিভিন্ন অপরাধে ১৩ জন গ্রেফতার করেছে কুড়িগ্রাম জেলা পুলিশ।
সোমবার (০৫ ডিসেম্বর ) সকালে কুড়িগ্রাম জেলা পুলিশের সূত্রে জানা যায়, গত ২৪ ঘন্টায় কুড়িগ্রাম জেলার বিভিন্ন থানায় বিশেষ অভিযান পরিচালনার মাধ্যমে জিআর ওয়ারেন্ট মূলে ০১ জন (সদর), সাজা সিআর ওয়ারেন্ট মূলে ০২ জন (রাজারহাট-০১, রৌমারী-০১), নিয়মিত মামলায় ১০ জন (সদর-০২, ফুলবাড়ী,-০১, ভূরুঙ্গামারী-০৭) সহ মোট ১৩ জন আসামী গ্রেফতার করে।
কুড়িগ্রাম জেলা অতিরিক্ত পুলিশ সুপার জনাব মোঃ রুহুল আমীন বলেন, নিরাপদ কুড়িগ্রামের জন্য আমাদের এই অভিযান অব্যাহত থাকবে। ফৌজদারি অপরাধ যেমন চুরি, ছিনতাই, মাদক, নারী নির্যাতন সহ শান্তিনবিনষ্ট কারী, উগ্রবাদ,সাইবার অপরাধের সাথে যেই জড়িত থাকুক না কেন, তাকে আইনের আওতায় আনতে বদ্ধ পরিকর টিম কুড়িগ্রাম জেলা পুলিশ।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।