ব্রিটিশ আমেরিকান টোব্যাকো কোম্পানির লালমনিরহাটের পাটগ্রাম শাখা সুপারভাইজার রবিউল ইসলামের (৩৮) ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রবিউলের মৃত্যু নিয়ে ধূম্রজাল সৃষ্টি হয়েছে।
রোববার (১৩ নভেম্বর) দুপুর ১২টার দিকে পাটগ্রাম পৌরসভার কোটতলী এলাকা থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ।
মৃত রবিউল ইসলাম ওই উপজেলার ধবলসুতির রাজারহাট এলাকার ওয়াজ উদ্দিনের ছেলে। তিনি ব্রিটিশ আমেরিকান টোব্যাকো কোম্পানিটির গোল্ডলিফ সিগারেট সেকশনের সুপারভাইজার পদে কর্মরত ছিলেন।
পুলিশ ও স্থানীয়রা জানান, রবিউল ইসলাম গোল্ডলিফ সেকশনের সুপারভাইজার পদে কর্মরত ছিলেন। পাটগ্রাম পৌরসভার কোটতলী এলাকায় কোম্পানির অফিসের একটি কক্ষে প্রায়ই রাত্রিযাপন করতেন তিনি। রোববার সকালে অফিসের কর্মকর্তা কর্মচারীরা অফিসে এসে তার রুমে তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহের সুরতহাল প্রতিবেদন শেষে মরদেহ উদ্ধার করে নিয়ে যায়।
পাটগ্রাম থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওমর ফারুক জানান, এটি হত্যা নাকি আত্মহত্যা তা নিশ্চিত করে বলা যাচ্ছে না। তদন্ত চলছে। ময়নাতদন্ত শেষে মৃত্যুর প্রকৃত কারণ জেনে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।