লালমনিরহাট পাটগ্রাম উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ত্রি-বার্ষিক সম্মেলন-২০২২ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (০৯ সেপ্টেম্বর) সকাল ১০ টায় পাটগ্রাম মোতাহার হোসেন অডিটোরিয়ামে স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নাজমুল হুদা রাসেলের সভাপতিত্বে এই সম্মেলন অনুষ্ঠিত হয়।

সম্মেলনে প্রধান অতিথি ছিলেন, বাংলাদেশ আওয়ামী লীগ, লালমনিরহাট জেলা শাখার সভাপতি আলহাজ্ব মোতাহার হোসেন এমপি। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি এ্যাড. শামীম শাহরিয়ার, সাংগঠনিক সম্পাদক নাফিউল করিম নাফা, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম রাজু, পাটগ্রাম উপজেলা আওয়ামী লীগের সভাপতি বাবু পূর্ণ চন্দ্র রায়, সাধারণ সম্পাদক রুহুল আমিন বাবুল, পাটগ্রাম পৌর মেয়র রাশেদুল ইসলাম সুইট প্রমুখ।

সম্মেলনে মোফাজ্জল হোসেন লিপুকে পাটগ্রাম উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি করে আগামী ১ মাসের মধ্যে পুর্ণাঙ্গ কমিটি বাস্তবায়নের ঘোষণা দেওয়া হয়।