লালমনিরহাট জেলা পাটগ্রাম উপজেলার জোংড়া ইউনিয়নের ককোয়াবাড়ি গ্রামে ফারজিনা আক্তার (১৪) নামে এক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
রোববার ( ১৫মে) সকালে স্থানীয় লোকজন ওই এলাকার একটি ভুট্টাক্ষেতে ফারজিনার মরদেহ দেখে পুলিশকে খবর দেয়।
ফারজিনা আক্তার ওই এলাকার আব্দুর রহমানের মেয়ে ও স্থানীয় একটি বিদ্যালয়ের ৭ম শ্রেণীর ছাত্রী। তবে কিভাবে তার মৃত্যু হয়েছে তা এখনো জানা না গেলেও স্থানীয়দের অভিযোগ তাকে ধর্ষণের পর হত্যা করা হতে পারে।
মেয়ে বাবা আব্দুর রহমান জানায়, আমার মেয়ে গতকাল বিকালে গরু নিয়ে ঝিম ঝিম বৃষ্টির মাঝে বেয়ে হয়ে ভুট্টা ক্ষেতে এদিকে আসে , এরপর সন্ধ্যা গড়িয়ে গেলেও পরে আর বাসায় ফিরেনি । গতকাল রাত থেকে আজ সকাল পর্যন্ত খোঁজাখুঁজির পর লাশ মিলল ভুট্টাক্ষেতে ।
পাটগ্রাম থানার ওসি ওমর ফারুক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ভুট্টাক্ষেতে পানি থাকায় মরদেহটি উদ্ধারে একটু বিলম্ব হচ্ছে। সুরতহাল রিপোর্টের পর প্রাথমিক ধারনা করা যাবে কিভাবে তার মৃত্যু হয়েছে ।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।