কুড়িগ্রাম জেলার ফুলবাড়িতে ২ জন মাদক কারবারিকে গ্রেফতার করেছে ফুলবাড়ি থানা পুলিশ।
শুক্রবার(২৩ ডিসেম্বর) সন্ধায় পুলিশের সূত্রে জানা যায়, গতরাত ১০ টা ১০ মিনিটে কুড়িগ্রাম জেলার ফুলবাড়ী থানাধীন শিমুলবাড়ী ইউনিয়নের যতীন্দ্র নারায়ন গ্রামের কুখ্যাত মাদক কারবারি কোবেদ আলী (৪২) ও আশরাফুল (১৯), দ্বয়ের বসতবাড়ির গোয়াল ঘরের ভিতর গরুর পানি খাওয়া চারির ভিতর থেকে ১১৪ বোতল ইস্কাফ এবং ২১ বোতল ফেন্সিডিল উদ্ধার সহ হাতেনাতে গ্রেফতার করে।
কুড়িগ্রাম জেলা অতিরিক্ত পুলিশ সুপার জনাব মোঃ রুহুল আমীন বলেন, কুড়িগ্রাম জেলায় মাদক নির্মূলে আমাদের এই অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে, আমরা সকলের সম্মিলিত সহযোগিতা প্রত্যাশা করি।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।