লালমনিরহাট সদর উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে লালমনিরহাট সদর উপজেলা দূর্যোগ ব্যবস্থপনা শাখা কর্তৃক  অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে জিআর ক্যাশের চেক বিতরণ অনুষ্ঠিত হয়।
মঙ্গলবার (১৫ মার্চ) দুপুর ২টায় চেক বিতরণ করেন লালমনিরহাট সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান কামরুজ্জামান সুজন, লালমনিরহাট সদর উপজেলার নির্বাহী অফিসার মাহমুদা মাসুম, খুনিয়াগাছ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খায়রুজ্জামান মন্ডল বাদল।  উল্লেখ্য যে, লালমনিরহাট সদর উপজেলার মহেন্দ্রনগর, কুলাঘাট, পঞ্চগ্রাম, গোকুন্ডা ও খুনিয়াগাছ ইউনিয়নে অগ্নিকান্ডে ১৫টি পরিবার ক্ষতিগ্রস্থ হওয়ায় ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে বিতরণের জন্য পরিবার প্রতি ৭হাজার ৫শত টাকার চেক প্রদান করা হয়