বৃহস্পতিবার (১২ মে) লালমনিরহাট ১০০ শয্যা বিশিষ্ট হাসপাতালের নার্সিং কর্মকর্তা ও মিডওয়াইফবৃন্দের আয়োজনে আন্তর্জাতিক নার্সেস দিবস উপলক্ষ্যে বর্ণাঢ্য র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
লালমনিরহাট ১০০ শয্যা বিশিষ্ট হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাঃ মোঃ রমজান আলী-এঁর সভাপতিত্বে লালমনিরহাট নার্সিং কলেজের অধ্যক্ষ ছাহেবা বেগম, লালমনিরহাট ১০০ শয্যা বিশিষ্ট হাসপাতালের সিনিয়র কনসালটেন্ট (মেডিসিন) ডাঃ মোঃ আব্দুল বাসেত, সাহিত্যিক ও সমাজ সেবক ফেরদৌসী বেগম বিউটি, লালমনিরহাট পৌরসভার মেয়র মোঃ রেজাউল করিম স্বপন প্রমুখ বক্তব্য রাখেন।
এ সময় লালমনিরহাট ১০০ শয্যা বিশিষ্ট হাসপাতালের নার্সিং কর্মকর্তা ও মিডওয়াইফবৃন্দ উপস্থিত ছিলেন।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।