লালমনিরহাটে ইউনাইটেড গোল্ডেন সিটিজেন ফাউন্ডেশন ক্রিকেট টিমের অনুশীলন ক্যাম্পের শুভ উদ্বোধন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৩ সেপ্টেম্বর) সকাল ১০টা ৩০মিনিটে লালমনিরহাটের শেখ কামাল স্টেডিয়ামে ইউনাইটেড গোল্ডেন সিটিজেন ফাউন্ডেশন লালমনিরহাটের আয়োজনে এ অনুশীলন ক্যাম্প অনুষ্ঠিত হয়।
লালমনিরহাট পৌরসভার মেয়র ও ইউনাইটেড গোল্ডেন সিটিজেন ফাউন্ডেশন লালমনিরহাটের সভাপতি মোঃ রেজাউল করিম স্বপন-এঁর সভাপতিত্বে উদ্বোধক ছিলেন লালমনিরহাট জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক অ্যাড. আবু আহাদ খন্দকার লেলিন। প্রধান অতিথি ছিলেন লালমনিরহাট জেলা জাতীয় পার্টির সদস্য সচিব মোঃ জাহিদ হাসান লিমন। বক্তব্য রাখেন ইউনাইটেড গোল্ডেন সিটিজেন ফাউন্ডেশন লালমনিরহাটের ক্রীড়া বিষয়ক সম্পাদক আবু হুরায়রা আল শিহাব, কোষাধ্যক্ষ মাহবুবার রহমান মাহবুব, তারকা ক্রিকেটার আবু রায়হান, সাপ্তাহিক আলোর মনি পত্রিকার সম্পাদক মাসুদ রানা রাশেদ, দ্য ডেইলী স্টার প্রতিনিধি এস দিলীপ রায়, লালমনিরহাট পৌরসভার ৯নং ওয়ার্ডের কাউন্সিলর রবিউল ইসলাম আউয়াল, জিকরুল ইসলাম ফাতেমী নিকেল, ইউনাইটেড গোল্ডেন সিটিজেন ফাউন্ডেশন লালমনিরহাটের কোচ তফিকুল ইসলাম তমাল প্রমুখ। এ সময় ইউনাইটেড গোল্ডেন সিটিজেন ফাউন্ডেশন লালমনিরহাটের সহ-সভাপতি আবু জাহের ভূট্টু, যুগ্ম সাধারণ সম্পাদক আরিফ ইসলামসহ অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। সঞ্চালক ইউনাইটেড গোল্ডেন সিটিজেন ফাউন্ডেশন লালমনিরহাটের সাধারণ সম্পাদক মুহিন রায়।
উল্লেখ্য যে, ২দিন ব্যাপী এ ক্যাম্পেইনে চট্টগ্রাম, কক্সবাজার, কিশোরগঞ্জ, রাজশাহী, ভৈরব, দিনাজপুর, বগুড়া, গাইবান্ধা, নাটোর, পঞ্চগড়, ঠাকুরগাঁও, নীলফামারী, কুড়িগ্রাম, জয়পুরহাটসহ দেশের বিভিন্ন জেলা থেকে আগত খেলোয়াড়বৃন্দ অংশগ্রহণ করবে।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।