শনিবার (৫ মার্চ) লালমনিরহাট জেলা শহরের সাপটানা বাজারস্থ নর্দান প্রি-ক্যাডেট এন্ড কিন্ডার গার্টেনে লালমনিরহাট জেলা পরিষদের সহযোগিতায় লালমনিরহাট জেলা পরিষদের সদস্য জনাব মোঃ সাইফুল ইসলামের আয়োজনে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার করোনা সুরক্ষা সামগ্রী শিক্ষার্থীদের মাঝে বিতরণ অনুষ্ঠিত হয়।

করোনা সুরক্ষা সামগ্রী বিতরণ করেন লালমনিরহাট জেলা পরিষদের সদস্য মোঃ সাইফুল ইসলাম। এ সময় নর্দান প্রি-ক্যাডেট এন্ড কিন্ডার গার্টেনের অধ্যক্ষ নজরুল ইসলাম মন্ডল, পরিচালক নুর মোহাম্মদ মন্ডলসহ শিক্ষক-শিক্ষিকা, ছাত্র-ছাত্রীবৃন্দ উপস্থিত ছিলেন।উল্লেখ্য যে, এছাড়াও লালমনিরহাটের বিভিন্ন বিদ্যালয়ে করোনা সুরক্ষা সামগ্রী বিতরণ করা হয়।