বুধবার (১৬ ফেব্রুয়ারি) লালমনিরহাট জেলা শহরের হাড়ীভাঙ্গাস্থ আরডিআরএস মোড়ে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) লালমনিরহাট জেলা কমিটির উদ্যোগে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে চাল, ডাল, তেলসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

বিক্ষোভ সমাবেশে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) লালমনিরহাট জেলা কমিটির সভাপতি কমরেড অ্যাড. ময়জুল ইসলাম ময়েজের সভাপতিত্বে বক্তব্য রাখেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) লালমনিরহাট জেলা কমিটির সাধারণ সম্পাদক কমরেড রনজিৎ কুমার রায়, সাবেক সাধারণ সম্পাদক কমরেড অ্যাড. রফিকুল ইসলাম অপু, শ্রমিক নেতা কমরেড দিদারুল আলম, জেলা ছাত্র ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক কমরেড নিমাই চন্দ্র প্রমুখ। এ সময় বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) লালমনিরহাট জেলা কমিটির অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।