লালমনিরহাটে জাতীয় মৎস্য সপ্তাহ ২০২২ উদযাপন উপলক্ষে উদ্বোধনী অনুষ্ঠান ও প্রমাণ্যচিত্র প্রদর্শনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২৪জুলাই) সকাল সাড়ে ১০ টায় লালমনিরহাট কালেক্টরেট স্কুল এর হল রুমে জেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তরের আয়োজনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
লালমনিরহাট জেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ ফারুকুল ইসলাম এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন লালমনিরহাট জেলা প্রশাসক মোঃ আবু জাফর।
বিশেষ অতিথি ছিলেন লালমনিরহাট জেলা পরিষদ প্রশাসক অ্যাডঃ মোঃ মতিয়ার রহমান, সাবেক সংসদ সদস্য অ্যাডঃ সফুরা বেগম রুমী, লালমনিরহাট অতিরিক্ত পুলিশ সুপার( প্রশাসন ও অর্থ) মোঃ রবিউল ইসলাম, লালমনিরহাট বীর প্রতীক ক্যাপ্টেন(অবঃ) আজিজুল হক, লালমনিরহাট পৌরসভার মেয়র মোঃ রেজাউল করিম স্বপন, লালমনিরহাট সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ কামরুজ্জামান সুজন সহ সকল মৎস্য চাষিরা উপস্থিত ছিলেন।
এ সময় বক্তব্য রাখেন জেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ ফারুকুল ইসলাম, জেলা পরিষদ প্রশাসক অ্যাডঃ মোঃ মতিয়ার রহমান, বীর প্রতীক ক্যাপ্টেন(অবঃ) আজিজুল হক, লালমনিরহাট থেকে জাতীয় স্বর্ণপদক বিজয়ী মোঃ হারুন অর রশিদ, লালমনিরহাট কুলাঘাটের মিলন বিশ্বাস।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।