লালমনিরহাটের পাটগ্রামে তারুণ্যের আলো যুব কল্যাণ সংস্থা’র আয়োজনে তারুণ্যের আলো যুব কল্যাণ সংস্থার সভাপতি মোঃ শহিদ ইসলাম সুজন এর সভাপতিত্বে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
রোববার ( ৩১ জুলাই) জেলার পাটগ্রাম উপজেলার বুড়িমারী স্থলবন্দর এলাকার শ্রিরামপুর ইসলামপুর আদর্শগ্রাম দারুল মা,আরিফ কিন্ডার গার্টেন হাফিজিয়া ও কওমি মাদরাসায় ১শত ৮০ জন ছাত্রের বিনামূল্যের রক্তের গ্রুপ নির্ণয় ও সচেতনামূলক আলোচসভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলের স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মোঃ রফিকুল ইসলাম। স্বাগত বক্তব্য রাখেন মাদরাসার প্রধান শিক্ষক হাফেজ সাদ আহমাদ।এ সময় মাদরাসার পরিচালক খাইরুল আলম বুলবুল, সংস্থার ধর্ম বিষয়ক সম্পাদক ও মাদরাসার শিক্ষক হাফেজ মাওলানা মুফতী ঈসা মাহমুদ খাতামী, শিক্ষক হাফেজ আতিকুল ইসলাম কারিমী, মাওলানা শফিকুল ইসলাম শাফি, হাফেজ মহিনুর ইসলাম,তারুণ্যের আলো যুব কল্যাণ সংস্থা’র সাধারন সম্পাদক তৌসিফ হোসেন রিপন,দপ্তর সম্পাদক আবুল বাশার,সদস্য শফিকুল ইসলাম বিজয়, সেবানীড় পাগ্রাম উপজেলার প্রতিনিধি মামুন হোসেন ও মাদরাসার ছাত্রবৃন্দ উপস্থিত ছিলেন।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।