সপ্তম বর্ষে পদার্পনে দৈনিক গণমানুষের আওয়াজ পত্রিকার ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী লালমনিরহাটে পালিত হয়েছে

রোববার (১৯ মার্চ) দুপুর ১টা ৩০মিনিটে লালমনিরহাট জেলা শহরের প্রাণকেন্দ্র মিশন মোড়স্থ পলাশী হোটেল এন্ড রেস্টুরেন্টে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেককাটা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে দৈনিক গণমানুষের আওয়াজ পত্রিকার লালমনিরহাট জেলা প্রতিনিধি মোঃ মাসুদ রানা রাশেদ-এঁর সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন গণতন্ত্রী পার্টি লালমনিরহাট জেলা শাখার সাধারণ সম্পাদক, বিশিষ্ট শিক্ষানুরাগী, সমাজ সেবক ও একাত্তর টেলিভিশন লালমনিরহাট নিজস্ব প্রতিনিধি উত্তম রায়, দৈনিক জনকণ্ঠ নিজস্ব সংবাদদাতা জাহাঙ্গীর আলম শাহীন, দৈনিক দাবানল প্রতিনিধি রুহুল আমিন বাবু, দৈনিক প্রতিদিনের সংবাদ প্রতিনিধি জিন্নাতুল ইসলাম জিন্না, দৈনিক বণিক বার্তা প্রতিনিধি মোয়াজ্জেম হোসেন, সাপ্তাহিক আলোর মনি পত্রিকার প্রকাশক রমজান আলী, নির্বাহী সম্পাদক হেলাল হোসেন কবির, দৈনিক বাংলাদেশের খবর প্রতিনিধি এসকে সাহেদ, দৈনিক অন্য দিগন্ত প্রতিনিধি মিজানুর রহমান মিলন, দৈনিক বাংলা প্রতিনিধি শাহজাহান সাজু, দৈনিক বাংলাদেশ সময় প্রতিনিধি মুসা মোর্শেদ, দৈনিক সকালের সময় প্রতিনিধি জামাল বাদশা, দৈনিক আইন বার্তা প্রতিনিধি সাধন রায়, জাগোটুয়েন্টিফোরডটনেট প্রতিনিধি শাহজাহান সাজু, দৈনিক বাংলা পত্রিকার প্রতিনিধি হাসান আলী, দৈনিক গড়ব বাংলাদেশ স্টাফ রিপোর্টার রশিদুল ইসলাম, দৈনিক রুপোবাণী প্রতিনিধি শামীমা আক্তার সীমু, হালিমা পলিটেকনিক ইনস্টিটিউটের পরিচালক মোঃ শহিদুল ইসলাম প্রমুখ।