বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল লালমনিরহাট জেলা শাখার উদ্যোগে আওয়ামী বাকশালী ফাসিস্ট সরকারের দুঃশাসনে দেশে দ্রব্যমূল্যের উর্দ্ধগতি, লাগামহীন দুর্নীতি ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (৬ মার্চ) দুপুর ১২টায় বাংলাদেশ জাতীয়তাবাদী রেলওয়ে শ্রমিক দল লালমনিরহাট শাখা কার্যালয় চত্ত্বরে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। সভাপতিত্ব করেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল লালমনিরহাট জেলা শাখার সভাপতি নাজমুল হুদা লিমন। প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের যুগ্ম সম্পাদক আরিফুল হক আরিফ। সঞ্চালক বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল লালমনিরহাট জেলা শাখার সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম আনন্দ। এ সময় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল লালমনিরহাট জেলা শাখার অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বিক্ষোভ সমাবেশটি লালমনিরহাট জেলা শহরের প্রাণকেন্দ্র মিশন মোড় হতে শুরু হয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী রেলওয়ে শ্রমিক দল লালমনিরহাট শাখা কার্যালয় চত্ত্বরে এসে শেষ হয়। পরে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।