লালমনিরহাট সদর উপজেলার বড়বাড়ী ইউনিয়নে অবস্থিত ছাত্রদের তৈরি একটি অরাজনৈতিক সেচ্ছাসেবী সংগঠন যার নাম পিজিয়ন।
সংগঠন টি ২০০৯ সালে প্রতিষ্ঠিত হয়ে ধারাবাহিক ভাবে সামাজিক ও উন্নয়নমূলক কার্যক্রম পরিচালনা করে যাচ্ছে।
২০১৯ সালে সংগঠনটি সমাজে আলো ছড়ানোর উদ্দেশ্যে পিজিয়ন পাঠাগার নামের একটি পাঠাগার স্থাপন করে।
উক্ত পাঠাগারের উদ্যোগে ১ মে(রবিবার) তারিখে পাঠাগার চত্বরে সেমাই চিনি প্যাকেট করা হয় এবং পাঠাগারের সদস্যরা ৩ টা ইউনিয়ের গরিব, দুস্থ মানুষদের বাড়ি বাড়ি গিয়ে ঈদ উপহার সামগ্রী পৌঁছায় দিয়ে আসে।
এ আয়োজনগুলো তারা নিজেদের অর্থায়নেই করে থাকে।
পাঠাগারের উপদেষ্টা মণ্ডলীর সদস্য ইমরুল কায়েস মীর্জা কিরণ বলেন, পূর্বের তুলনায় পাঠাগারের কার্যক্রম অনেক সুন্দর হচ্ছে, যা উপজেলা ব্যাপী ছড়িয়ে গেছে।
আমর যারা আছি সবাই যদি নিজেদের জায়গা থেকে একটু এগিয়ে আসি তাহলে সংগঠনটিকে দেশব্যাপী এগিয়ে নেওয়া সম্ভব।অধ্যাপক জাহাঙ্গীর আলম বলেন, পিজিয়ন পাঠাগার এর আয়োজন সবসময়ই সুষ্ঠু সুন্দর হয়। এরা খুঁজে খুঁজে সঠিক লোকদের কাছেই পৌঁছায় দেয়, যা সত্যি প্রশংসার দাবিদার।আমি সংগঠনটির উত্তরোত্তর সফলতা কামনা করি।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।