প্রকাশ্যে কৃষি ঋণ বিতরণ ও আদায় অনুষ্ঠান – ২০২২ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর ) সকাল ১০ টায় লালমনিরহাট জেলা সদরের কুলাঘাট ইউনিয়ন পরিষদ চত্বরে লালমনিরহাট সোনালী ব্যাংক লিমিটেড এর আয়োজনে মোঃ আব্দুল লতিফ সরকার এর সঞ্চলনায় এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে কুড়িগ্রাম প্রিন্সিপাল অফিস সোনালী ব্যাংকের ডেপুটি জেনারেল ম্যানেজার( ইনচার্জ) মোঃ ওয়াহেদুননবী এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, বাংলাদেশ ব্যাংক, রংপুর নির্বাহী পরিচালক মোঃ আব্দুল হাকিম।
বিশেষ অতিথি ছিলেন, রংপুর জেনারেল ম্যানেজার’স অফিস সোনালী ব্যাংক লিমিটেড জেনারেল ম্যানেজার মোঃ রশিদুল ইসলাম।
আমন্ত্রিত অতিথি ছিলেন, কুলাঘাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ ইদ্রিস আলী, কুলাঘাট ইউনিয়ন শাখার আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ এমদাদুল হক।
আরো উপস্থিত ছিলেন, সম্মানিত বীর মুক্তিযোদ্ধাগণ, কুলাঘাট ইউনিয়নের কৃষি উৎপাদনের সঙ্গে জড়িত কৃষক গণ, ব্যবসায়ী, সুধী মন্ডলীসহ অনেকেই।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।