লালমনিরহাট জেলা সদরে বড়বাড়ী ইউনিয়নের নারিকেল বাড়ির দীঘি ঈদগাহ মাঠ রাস্তা বৃহস্পতিবারের প্রবল বৃষ্টিতে পাকা রাস্তা ধ্বসে পড়েছে। রাস্তাটি দিয়ে প্রতিদিন  হাজারও মানুষ ও অসংখ্য ব্যাটারী চালিত ভ্যানগাড়ী চলাচল করে।
কিন্তু রাস্তাটি ভেঙ্গে যাওয়াতে ওই এলাকার মানুষদের যোগাযোগ ব্যবস্থা হুমকির মুখে পড়েছে।
সদর উপজেলার বড়বাড়ী ইউনিয়নের আইরখামার বাজারের উত্তর পূর্ব দিকে নারিকেল বাড়ির দীঘি ঈদগাহ মাঠ এলাকায় পিচ ঢালাই করা পাকা রাস্তার কিছু অংশ ধ্বসে পড়ায় এ আশঙ্কার সৃষ্টি হয়েছে। রাস্তাটির প্রায় ২০ফুট বিস্তৃত নিম্নভাগের মাটি সরে গিয়ে ওই পাকা রাস্তাটি  গেছে।
স্থানীয়রা জানান, বৃহস্পতিবার ও শুক্রবার  টানা বর্ষণে রাস্তায় ফাটল ধরে ছিল। এ ভারি বর্ষণে পাকা রাস্তার মাটি ধ্বসে গেছে। এতে রাস্তার নিচের মাটি সরে যাওয়ায় কার্পেটিং এ ফাটল ধরে ধ্বসে গেছে; সেই সাথে চলাচলের অনুপযোগি হয়ে পড়েছে। জরুরী ভিত্তিতে রাস্তাটি সংস্কার না হলে দু-একদিনের বৃষ্টিতে রাস্তাটি বিলীন হওয়ার সম্ভাবনা রয়েছে। রাস্তাটি দ্রুত সংস্কার না করলে যোগাযোগ ব‍্যবস্থা   হুমকির মুখে পড়বে বলে এমনটাই জানিয়েছেন এলাকাবাসীরা।