লালমনিরহাট  জেলা পাটগ্রাম উপজেলা  থানাধীন দহগ্রাম ইউনিয়নের হাইস্কুল মাঠে বিকেল ৫ ঘটিকায় পাটগ্রাম থানার অফিসার ইনচার্জ জনাব মোঃ ওমর ফারুক এর সভাপতিত্বে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত হয়েছে।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লালমনিরহাট পুলিশ সুপার জনাব আবিদা সুলতানা।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) জনাব মোহাম্মদ আতিকুল হক এবং সহকারী পুলিশ সুপার (বি-সার্কেল) জনাব তাপস সরকার।

এসময়  অনুষ্ঠানে  বাল্য বিবাহ, নারী নির্যাতন, জুয়া, মাদক ও চোরাচালান প্রতিরোধ এবং শিক্ষার্থীদের মাঝে আইনী সচেতনতা সৃষ্টির লক্ষ্যে ক্লাশ চালুর ব্যবস্থা গ্রহণের বিষয়ে মতবিনিময় সভা  অনুষ্ঠিত হয়।

এসময় উপস্থিত ছিলেন পাটগ্রাম কমিউনিটি পুলিশিং এর সদস্যবৃন্দ, বিট পুলিশিং অফিসার, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দসহ স্থানীয় জনপ্রতিনিধি।