মোগলহাট ইউনিয়নের দক্ষিণ কর্ণপুর (মেরুয়া) ওয়াবদার পাড় জামে মসজিদের পুনঃ সংস্কার ও কবরস্থানের সীমানা প্রাচীর নির্মাণ কাজের শুভ উদ্বোধন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৭ মে) লালমনিরহাট সদর উপজেলার মোগলহাট ইউনিয়নের দক্ষিণ কর্ণপুর (মেরুয়া) ওয়াবদার পাড়ে এ নির্মাণ কাজের শুভ উদ্বোধন অনুষ্ঠান হয়।
মোগলহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ হাবিবুর রহমান হাবিব-এঁর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন লালমনিরহাট জেলা পরিষদের প্রশাসক অ্যাড. মোঃ মতিয়ার রহমান। এতে বিশেষ অতিথি ছিলেন লালমনিরহাট সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান কামরুজ্জামান সুজন, মোগলহাট ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি (ভারপ্রাপ্ত) জাহাঙ্গীর আলম। এ সময় দক্ষিণ কর্ণপুর (মেরুয়া) ওয়াবদার পাড় জামে মসজিদের কমিটির সদস্যবৃন্দ ও মুসল্লীবৃন্দ উপস্থিত ছিলেন।