লালমনিরহাটে ভয়াবহ থেকে তরুণ প্রজন্মকে দূরে রাখতে এবং মাদক ও চোরাচালান সম্পর্কে জনসচেতনতা সৃষ্টির লক্ষে বৃহস্পতিবার (১৯ মে) লালমনিরহাট কালীগঞ্জ থানা কর্তৃক আয়োজিত চন্দ্রপুর স্কুল অ্যান্ড কলেজ মাঠে বিকেল ৪.৩০ ঘটিকায় মাদক ও চোরাচালান বিরোধী মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে কালীগঞ্জ থানা অফিসার ইনচার্জ জনাব টিএম গোলাম রসূল এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লালমনিরহাট জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব আবিদা সুলতানা, বিপিএম, পিপিএম।
এসময় তিনি তার বক্তব্যে মাদকের ভয়াবহতা উল্লেখ করে বলেন- মাদক ও চোরাচালান কোনো ব্যবসা মনে করা যাবে না। এটি একটি অপরাধ। মাদক ও চোরাচালানকারি সে যত বড় ক্ষমতাবান হোক না তাকে কোন ছাড় দেওযা হবে না। তার বিরুদ্ধে আইনগত কঠোর ব্যবস্থা নেওয়া হবে। লালমনিরহাট জেলা পুলিশ প্রতিনিয়ত মাদক ও চোরাচালান এর বিরুদ্ধে কাজ করে যাচ্ছে।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার ক্রাইম অ্যান্ড অপস্ জনাব মোহাম্মদ আতিকুল হক। আরো উপস্থিত ছিলেন স্থানীয় ব্যক্তিবর্গ।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।