লালমনিরহাটে মাদক বিরোধী সচেতনতামূক বিষয়ক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৮ জুন) লালমনিরহাট জেলার কালীগঞ্জ ও হাতীবান্ধা উপজেলায় এই উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।
লালমনিরহাট  জেলার কালীগঞ্জ ও হাতীবান্ধা উপজেলায় প্রফিট ফাউন্ডেশন এর উদ্যোগে মাদক বিরোধী সচেতনতা সৃষ্টির লক্ষে অভিভাবকদের সঙ্গে উঠান বৈঠকের আয়োজন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন পিএফ এর নির্বাহী পরিচালক মোঃ নুরুজ্জামান আহমেদ, পিএফ এর টেকনিক্যাল অফিসার মোঃ স্বাধীন ইসলাম, ভোলান্টিয়ার মোঃ শুভ এবং  স্থানীয় জনপ্রতিনিধি।
 প্রফিট ফাউন্ডেশন এর নির্বাহী পরিচালক মোঃ নুরুজ্জামান বলেন,  মাদকের ছোবল থেকে নিজের ছেলে ও মেয়েদের রক্ষায় অভিভাবকদের সচেতন হতে হবে।  মাদক বিরোধী সচেতনতা কার্যক্রম লালমনিরহাট জেলায় অব্যাহত রয়েছে এবং স্কুল-কলেজে ছাত্রছাত্রীর মধ্যে লিফলেট ক্যাম্পেইন পর্যায়ক্রমে বাস্তবায়ন করা হচ্ছে। মাদক  নির্মূলের জন্য আইনের মাধ্যমেই আইন প্রয়োগকারী সংস্থাকে আরো সক্রিয় হওয়ার আহ্বান জানানো হয়।