শনিবার (৫ মার্চ) সন্ধ্যা ৬টা ৩০মিনিটে লালমনিরহাট স্মৃতিসৌধ প্রাঙ্গণে লালমনিরহাট জেলা পরিষদের আয়োজনে মহান স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষ্যে মুক্তিযুদ্ধের বীরত্বগাথা স্মৃতিচারণ এবং বর্তমান উন্নয়ন বিষয়ক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
সভাপতিত্ব করেন লালমনিরহাট জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাড. মোঃ মতিয়ার রহমান। প্রধান অতিথি ছিলেন লালমনিরহাট জেলা প্রশাসক মোঃ আবু জাফর। বিশেষ অতিথি ছিলেন লালমনিরহাট পুলিশ সুপার আবিদা সুলতানা, ক্যাপ্টেন (অবঃ) আজিজুল হক বীর প্রতীক, লালমনিরহাট সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ ইউনুস আলী, মজিদা খাতুন সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর কাজী শফিকুর রহমান, সাবেক জেলা ইউনিট কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মেজবাহ উদ্দিন আহমেদ, লালমনিরহাট জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাড. আশরাফ হোসেন বাদল। বক্তব্য রাখেন লালমনিরহাট জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা (অ.দা.) মোঃ রফিকুল ইসলাম, লালমনিরহাট জেলা পরিষদের সদস্য তাহমিদুল ইসলাম বিপ্লব, লালমনিরহাট সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান কামরুজ্জামান সুজন, লালমনিরহাট পৌর আওয়ামী লীগের সভাপতি মোঃ মোফাজ্জল হোসেন, কবি ও লেখক ফেরদৌসী বেগম বিউটি, বাংলাদেশ আওয়ামী লীগ লালমনিরহাট জেলা শাখার সহ-সভাপতি অ্যাড. নজরুল ইসলাম রাজু, নজরুল হক পাটোয়ারী ভোলা, অতিরিক্ত পুলিশ সুপার আতিকুর রহমান প্রমুখ। এ সময় লালমনিরহাট পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী নজরুল ইসলাম তপন, লালমনিরহাট জেলা যুবলীগের সভাপতি মোড়ল হুমায়ুন কবির, সাপ্তাহিক আলোর মনি পত্রিকার সম্পাদক মোঃ মাসুদ রানা রাশেদসহ লালমনিরহাট জেলা পরিষদের অন্যান্য সদস্য-সদস্যা, কর্মকর্তা-কর্মচারী উপস্থিত ছিলেন। সঞ্চালক লালমনিরহাট জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান মেহেরুন নাহার মেরী, কবি আহমেদ লিটন ও মোল্লা আজিজুল হক।
পরে লালমনিরহাটের সংগীত শিল্পীবৃন্দ সাংস্কৃতিক অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।