লালমনিরহাটে যৌন প্রজনন স্বাস্থ্য প্রকল্পের কার্যক্রম পর্যালোচনা সভা ও এলামনাই গ্রুপের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
ব্র্যাকের সামাজিক ক্ষমতায়ন এবং আইনি সুরক্ষা কর্মসূচি (সেল্প)-র রাইট হিয়ার রাইট নাউ-২ (আর এইচ আর এন ২) প্রকল্পের আয়োজনে ৬ ডিসেম্বর সদর এইচএনপিপি সভা কক্ষে যৌন প্রজনন স্বাস্থ্য প্রকল্পের কার্যক্রম পর্যালোচনা সভা ও এলামনাই গ্রুপের মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন এলামনাই গ্রুপ লিডার শহিদ ইসলাম।
সভার উদ্দেশ্য ও প্রকল্পের কার্যক্রম তুলে ধরেন ডিস্ট্রিক ইয়্যুথ মোবিলাইজার দিপংকর রায়।

বক্তব্য রাখেন ব্র্যাকের স্বাস্থ্য ও পুষ্টি প্রকল্পের এরিয়া ম্যানেজার মোখলেছুর রহমান, স্কিল ডিভলোপমেন্ট প্রকল্পের প্রগ্রাম অরগানাইজার রিপন কুমার মন্ডল। অনুষ্ঠান সঞ্চালনা করেন ইয়্যুথ সদস্য সোহাগী খাতুন।

এ সময় এলামনাই গ্রুপের সদস্য, কমিউনিটি লিডার, অভিভাবকবৃন্দ অংশগ্রহন করেন।