যে মুখে ডাকি মা সে মুখে মাদক না। লালমনিরহাট রক্তদান সংস্থার সাধারণ সম্পাদক জাবেদ হোসেন বক্করের সঞ্চালনায়, লালমনিরহাট সরকারি উচ্চ বিদ্যালয় খেলার মাঠে সানরাইজ স্পোর্টিং ক্লাব বনাম ব্যারিস্টার সুমন ফুলবল একাডেমি ফুটবল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২১ জানুয়ারি) বিকেল ২ টায় ফুটবল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে রক্তদান সংস্থার সভাপতি এস পল্লব রায় দিপুর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, লালমনিরহাট জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এ্যাডঃ মতিয়ার রহমান। বিশেষ অতিথি ছিলেন, জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা স্বপন, সাখাওয়াত হোসেন সুমন খান, জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক এনামুল হক, প্রচার ও প্রকাশনা সম্পাদক সাখাওয়াত হোসেন, পৌর আওয়ামীলীগের সভাপতি মোফাজ্জল হোসেন, পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক কাজী নজরুল ইসলাম তপন, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আবু আহাদ খন্দকার লেনিন সহ আমন্ত্রিত অতিথিরা খেলায় উপস্থিত ছিলেন।
রক্তদান সংস্থার সাধারণ সম্পাদক জাবেদ হোসেন বক্কর বলেন, আপনারা মাদক থেকে দুরে থাকবেন, খেলাধুলায় বাড়ে বল, মাদক ছেড়ে মাঠে চল, এই স্লোগান নিয়ে লালমনিরহাট জেলা রক্তদান সংস্থার পক্ষ থেকে আমরা এই আয়োজন করেছি। আমি অভিভাবকদের একটি বার্তা দিতে চাই, আপনার ছেলে মেয়েদের মাটে পাঠাবেন।
খেলায়, সানরাইজ স্পোর্টিং ক্লাব ১-২গোলে ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমি পরাজিত হয়। লালমনিরহাট সানরাইজ স্পোর্টিং ক্লাব চ্যাম্পিয়ন হয়।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।