বৃহস্পতিবার (১৭ মার্চ) সকাল ১১টায়
লালমনিরহাট জেলার লালমনিরহাট সদর উপজেলার মোগলহাট ইউনিয়নের ফুলগাছ উচ্চ বিদ্যালয়ের হলরুমে রূপালী ব্যাংক লিমিটেড লালমনিরহাট কর্পোরেট শাখার আয়োজনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এর ১০২তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস উপলক্ষে স্কুল ব্যাংকিং প্রোগ্রামের আওতায় শিক্ষার্থীদের ব্যাংক হিসাব খোলা ও শুভেচ্ছা উপহার বিতরণ অনুষ্ঠিত হয়।
সভাপতিত্ব করেন ফুলগাছ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহজাহান আলী। বক্তব্য রাখেন রূপালী ব্যাংক লিমিটেড লালমনিরহাট জোনাল অফিসের সিনিয়র অফিসার কর্মকর্তা অম্বিকা চরণ রায়, রূপালী ব্যাংক লিমিটেড চামটাহাট শাখার সিনিয়র প্রিন্সিপাল অফিসার ব্যবস্থাপক রশিদুল ইসলাম, রূপালী ব্যাংক লিমিটেড বড়খাতা শাখার সিনিয়র প্রিন্সিপাল অফিসার ব্যবস্থাপক মিজানুর রহমান, রূপালী ব্যাংক লিমিটেড লালমনিরহাট কর্পোরেট শাখার সিনিয়র প্রিন্সিপাল অফিসার ব্যবস্থাপক সৈয়দ মোঃ সাইদুর রহমান প্রমুখ। এ সময় রূপালী ব্যাংক লিমিটেড লালমনিরহাট কর্পোরেট শাখার কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, সাপ্তাহিক আলোর মনি পত্রিকার সম্পাদক মাসুদ রানা রাশেদ, প্রকাশক রমজান আলী, ফুলগাছ উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক শফিকুল ইসলাম শফিসহ শিক্ষক-শিক্ষিকা, ছাত্র-ছাত্রীবৃন্দ উপস্থিত ছিলেন। সঞ্চালক ফুলগাছ উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক সাইফুল ইসলাম।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।