বৃহস্পতিবার (২৮ এপ্রিল) দুপুর ১২টায় লালমনিরহাট জেলার লালমনিরহাট সদর উপজেলার মোগলহাট ইউনিয়নের ফুলগাছ কমিউনিটি ক্লিনিক চত্ত্বরে কমিউনিটি বেইজ হেলথ কেয়ার (সিবিএইচসি), কমিউনিটি ক্লিনিক স্বাস্থ্য সহায়তা ট্রাস্ট, স্বাস্থ্য সেবা বিভাগ, স্বাস্থ্য পরববার মন্ত্রণালয়ের আয়োজনে ২২তম কমিউনিটি ক্লিনিক প্রতিষ্ঠা বার্ষিকী দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
ফুলগাছ কমিউনিটি ক্লিনিকের সভাপতি ও মোগলহাট ইউনিয়ন পরিষদের ৯নং ওয়ার্ডের সদস্য মোঃ আব্দুর রহিম-এঁর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন মোগলহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ হাবিবুর রহমান হাবিব। এ সময় সাপ্তাহিক আলোর মনি পত্রিকার সম্পাদক মোঃ মাসুদ রানা রাশেদ, ফুলগাছ কমিউনিটি ক্লিনিকের জমিদাতা ও সহ-সভাপতি মোঃ সাহেব আলী, মোছাঃ রেহেনা বেগম, সদস্য সচিব ও সিএইচসিপি মোছাঃ নাছিমা, কোষাধ্যক্ষ শ্রী রমেশ চন্দ্র বর্মণ, সদস্য মোঃ ইসমাইল, হালিমা, মোঃ মোস্তাফিজার রহমান মোস্তাক, ব্র্যাক স্বাস্থ্য, পুষ্টি ও জনসংখ্যা কর্মসূচির সিএম এস এম সালাউদ্দিন ইসলামসহ অন্যান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।