লালমনিরহাট সদর উপজেলার কুলাঘাট ইউনিয়নস্থ, লালমনিরহাট অটিস্টিক ও প্রতিবন্ধী ভোকেশনাল মাধ্যমিক বিদ্যালয়ের রোববার (১২ মার্চ) দুপুর ২টা শুভ উদ্বোধন করা হয়।

উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে লালমনিরহাটে অটিস্টিক ও প্রতিবন্ধী ভোকেশনাল মাধ্যমিক বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সভাপতি উত্তম কুমার রায়ের সভাপতিত্বে লালমনিরহাট জেলা যুব ফোরামের সাধারণ সম্পাদক জামাল হোসেনের সঞ্চালনায় প্রধান অতিথি ও উদ্বোধক ছিলেন লালমনিরহাট জেলা পরিষদের চেয়ারম্যান ও বাংলাদেশ আওয়ামী-লীগ লালমনিরহাট জেলা শাখার সাধারণ সম্পাদক অ্যাডঃ মতিয়ার রহমান।

আরো উপস্থিত ছিলেন, লালমনিরহাট সদর উপজেলা চেয়ারম্যান কামরুজ্জামান সুজন, লালমনিরহাট জেলা শিক্ষা অফিসার আব্দুল বারী, আরডিএস সাধারণ সম্পাদক গাউসুল আযম, কুলাঘাট ইউপি চেয়ারম্যান ইদ্রিস আলী, লালমনিরহাট প্রেসক্লাব এর প্রতিষ্ঠাতা সভাপতি বীর মুক্তিযোদ্ধা গোকুল রায়, ঢাকা আরডিএম ভাইস চেয়ারম্যান সফিনুর রহমান সনদ, লালমনিরহাট সদর উপজেলা জাতীয় পাটির সাধারণ সম্পাদক মাহাতাব আলী, জেলা সেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম রাজু, জেলা সেচ্ছাসেবক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মিজানুর রহমান মন্টু, কুলাঘাট ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এমদাদুল হক সহ অনেকেই উপস্থিত ছিলেন।