লালমনিরহাট জেলা তথ্য অফিসের উদ্যোগে ভিডিও কলের মাধ্যমে উন্মুক্ত বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৭ ডিসেম্বর ) লালমনিরহাট আদিতমারী উপজেলার দুর্গাপুর ইউনিয়নের গন্ধমরুয়ায় অনুষ্ঠিত উন্মুক্ত বৈঠকে ভিডিও কলের মাধ্যমে বক্তব্য প্রদান করেন বিআরডিবি লালমনিরহাট জেলা কার্যালয়ের উপপরিচালক মোছা. নুরেলা আক্তার।
উন্মুক্ত বৈঠকে লালমনিরহাট জেলা তথ্য অফিসার মোঃ মামুন অর রশিদ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ বক্তব্য প্রদান করেন। ভিডিও কলের মাধ্যমে উন্মুক্ত বৈঠকে সরকারের উন্নয়ন কর্মকাণ্ড, সরকারি বিভিন্ন সেবা, আত্মকর্মসংস্থান সৃষ্টি ও জীবনমান উন্নয়নে করণীয় সম্পর্কে আলোচনা করা হয়।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।