ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচীর আওতায় লালমনিরহাট জেলা ক্রীড়া অফিসের আয়োজনে লালমনিরহাট জেলা ক্রীড়া অফিসার মোঃ আসাদুজামান এর সভাপতিত্বে লালমনি-দূর্গাপুর মিনি ম্যারাথন অনুষ্ঠিত হয়।

উক্ত মিনি ম্যারাথন দূর্গাপুর হাইস্কুল মাঠ থেকে শুরু হয়ে লালমনিরহাট কালেক্টরেট স্কুলে শেষ হয়। লালমনিরহাটের দৌড়বিদ ছাড়াও রংপুর বিভাগের বিভিন্ন জেলা থেকে প্রায় ৮০ জন দৌড়বিদ এই ম্যারাথনে অংশ নেয়। ১ ঘন্টা ১০ মিনিট১০ সেকেন্ড সময় নিয়ে প্রথম হন সিরাজগঞ্জের মোতালেব ১ ঘন্টা ১২ মিনিট ১১ সেকেন্ড সময় নিয়ে দ্বিতীয় হয় রংপুরের রিফাত।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নগদ অর্থ ও পুরুস্কার প্রদান করেন লালমনিরহাট জেলা প্রশাসক মোহাম্মদ উল্যাহ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লালমনিরহাট স্থানীয় সরকার, উপ-পরিচালক মোঃ রফিকুল ইসলাম,

লালমনিরহাট জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবু আহাদ খন্দকার লেনিন, রংপুর জেলা মহিলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদিকা মোহসিনা বেগম মিনা,

 

এতে সঞ্জালনায় করেন দূর্গাপুর উন্নয়ন ফাউন্ডেশন সভাপতি রাশেদুজ্জামান মিলু,

সার্বিক সহোজগীতা করেন দূর্গাপুর উন্নয়ন ফাউন্ডেশন, ভলান্টিয়ার্স হিসেব দায়িত্ব পালন করেন লালমনিরহাট সাইকেলিং ফেডারেশন।