“মানুষ মানুষের জন্য” এই শ্লোগানকে ধারন করে দিনাজপুরের খানসামায় “গোয়ালডিহি দরিদ্র শিশুর উন্নয়ন সমিতি” নামক একটি সেচ্ছাসেবী সামাজিক সংগঠনের নিজস্ব উদ্যোগে উপজেলার ১০০ জন সুবিধা বঞ্চিত শিশুদের মাঝে উন্নত মানের রান্না করা খাবার বিতরণ করা হয়।

 

গতকাল ১ জানুয়ারী বিকালে উপজেলার ৬ নং গোয়ালডিহি ইউনিয়নের প্লানের বাজারে এসব খাবার বিতরণ করেন সংগঠনটির সদস্যরা।
এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক ইশতিয়াক আহমেদ, সহ সম্পাদক সিয়াম আহমেদ, সাংগঠনিক সম্পাদক মুগ্ধ শাহ্ ও পরিকল্পনা বিষয়ক সম্পাদক রিয়াদ আহমেদ সহ সংগঠনের অন্যান্য সদস্যবৃন্দ।

 

এলাকার কিছু প্রবিনদের সাথে কথা বলে জানা যায়,খানসামা উপজেলায় সেচ্ছাসেবী এই সংগঠনটি শুরু হওয়ার পর দীর্ঘ দিন ধরে সুবিধা বঞ্চিত ও অসহায় শিশুদের নিয়ে কাজ করে আসছে এর আগে শিশুদের বিনোদনের জন্য সংগঠনের পক্ষ থেকে বিভিন্ন ধরনের আয়োজন করে আসছে সংগঠনটি।

সংগঠনের কয়েকজন সদস্য বলেন,”গোয়ালডিহি দরিদ্র শিশুর উন্নয়ন সমিতি” সংগঠনটির প্রধান কাজ হলো মানুষের সেবা করা। আর তার ধারাবাহিকতায় আজকের এই আয়োজন। প্রতিবারের ন্যায় আজকের এই প্রোগ্রাম সামনের দিন গুলোতে সুবিধাবঞ্চিত ও সাধারণ মানুষের মাঝে নিরলসভাবে কাজ করা হবে বলে আশাবাদ ব্যক্ত করেন। এজন্য তারা সবার সহযোগিতা কামনা করেন।